নাচোলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নাচোল ডাকবাংলো চত্বরে দিবসটি পালিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম মজিদুল হকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান ইমতিয়াজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী , সাবেক পৌর প্রশাসক কামরুজ্জামান, ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, নেজাপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাদের, কসবা ইউনিয়নের আহ্বায়ক শাহজাহান ও নাচোল সদর ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক প্রমুখ।

চাঁপাইবার্তা/এম।।