নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫
প্রকাশিত হয়েছে: ১০ মে ২০২২, ৮:০৮ পূর্বাহ্ন
রাজশাহীর বাগমারায় গুদামে মজুত করে রাখা ২০ হাজার ৪০০ লিটার তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তেল ব্যবসায়ী শহিদুল ইসলাম স্বপনকে (৪০) আটক করা হয়েছে।
সোমবার (৯ মে) রাত সোয়া ৮টার দিকে উপজেলার তাহেরপুর বাজারপাড়া গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শহিদুল ইসলাম স্বপন ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। জব্দকৃত তেলের মধ্যে ৭ হাজার ৫০০ লিটার সরিষার তেল ও ১২ হাজার ৯০০ লিটার সয়াবিন তেল রয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গোপনে সংবাদ পেয়ে রাতে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সনাতন চক্রবর্তী। অভিযানে গুদামটি থেকে ১০০ ব্যারেলে ২৪ হাজার লিটার তেল পাওয়া যায়। কিন্তু ব্যবসায়ী স্বপন তেল মজুতের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে সেই তেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে বাগমারা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
চাঁপাইবার্তা/ডিপি।।