নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫
প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ৭:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত উদ্যোগে জেলার প্রথম শ্রেণীর ঠিকাদার আব্দুল মান্নান এসব হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়াও এসময় হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক আর্থিক সহায়তা নিতে আসা এক মহিলা জানান, বিভিন্ন সময়ে স্থানীয় দরিদ্রদের প্রয়োজনে সব সময় পাশে দাঁড়ান আব্দুল মান্নান। প্রতি ঈদের তিনি সহায়তা দেন বলে জানান সেই মহিলা।
আব্দুল মান্নান বলেন, এলাকার মানুষের প্রয়োজনে পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করি সর্বদা। অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আপদে বিপদে তাঁদের পাশে থেকেছি। যতদিন দুনিয়ায় আছি ততদিন মানুষের সেবায় কাজ করে যেতে চাই।
চাঁপাইবার্তা/এম।।