নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫
প্রকাশিত হয়েছে: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ৪:৩৭ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজ হক শুচির অর্থায়নে ও কসবা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কাজলা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম মাজিদুল হক। আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তারিক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, কসবা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম খোকন, সাধারন সম্পাদক সুলাইমান আলীসহ অন্যরা। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরআগে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মানুষ দীর্ঘদিন থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য প্রতীক্ষায় রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানাই।
চাঁপাইবার্তা/এম।।