নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫
প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ - ৫:৪৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে মশিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। আটক মশিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিউ ইসলামপুর মহল্লার খাইরুল বাসারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জামতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে জেলার নাচোলের এক বাসিন্দার কাছ থেকে ২৭ হাজার টাকা ছিনিয়ে নেন মশিউর রহমান। এ সময় সন্দেহ হওয়ায় তার পরিচয়পত্র দেখতে চান স্থানীয়রা। পরিচয়পত্র দেখাতে না পারায় মশিউর রহমানকে বেঁধে গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নিয়ে যায়।
ঘটনার সত্যতা স্বীকার করেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান।
চাঁপাইবার্তা/আরবি।।