চাঁপাইনবাবগঞ্জকে ‘আমের রাজধানী’র সরকারী স্বীকৃতি দাবি আব্দুল ওয়াহেদের

গ্রীষ্মের জনপ্রিয় ফল আম যখন বাজারে ‘আসি আসি’ করছে, সে সময় দেশের বিভিন্ন স্থানের আম ব্যবসায়ী, চাষি ও উদ্যোক্তাদের নিয়ে আম উৎপাদনে বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জে হয়ে গেল বিশেষ এক আয়োজন, যার নাম দেওয়া হয়েছে ‘আম সম্মেলন’।

মঙ্গলবার দুপুরে ম্যাংগো ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে কানসাট রাজবাড়ী প্রাঙ্গণে ডিসি আব্দুস সামাদ এই সম্মেলনের উদ্বোধন করেন।

দেশের ১৬ জেলার প্রায় আড়াইশ প্রতিনিধিসহ মোট ৪০০ জন এ সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে জানানো হয়, উদ্যোক্তারা এখন আম প্রক্রিয়াজাতকরণেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

এতে বলা হয়, আমকে ঘিরে শিল্পকারখানা গড়ে তোলা গেলে শুধু চাঁপাইনবাবগঞ্জে আমজাত ও উপজাত পণ্যের ২০ হাজার কোটি টাকার বাণিজ্য করা সম্ভব; এতে কর্মসংস্থান হবে ৪০ হাজার মানুষের।

চাঁপাইনবাবগঞ্জের কানসাট রাজবাড়ী প্রাঙ্গণে ডিসি আব্দুস সামাদ আম সম্মেলনের উদ্বোধন করেন।

এ জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন বলেও মত দেন উদ্যোক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “আম রপ্তানি করেও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

আম রপ্তানি প্রক্রিয়া আরও সহজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, “চাঁপাইনবাবগঞ্জে যেহেতু দেশের এক তৃতীয়াংশ আম উৎপাদন হয় তাই এ জেলাকে ‘আমের রাজধানী’ হিসেবে সরকারি স্বীকৃতি দিতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদ বলেন, “আমকে ঘিরে যে সব সম্ভাবনার কথা সম্মেলনে উঠে এসেছে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”

সরকারিভাবে আম নিয়ে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এর বাইরে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তৌফিক আজিজ। বক্তব্য রাখেন, শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম, আম উদ্যোক্তা শহীদুল ইসলাম হায়দারী ও কৃষি অ্যাসোয়েশনের সাধারণ সম্পাদক মুনজের মালিক।

চাঁপাইবার্তা/ডিকেএন।।