নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫
প্রকাশিত হয়েছে: শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ৬:২৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে ব্যাটেলিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির নায়েক মাজেদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরে ক্যারেট দুটি থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, ককটেল ও পেট্রোল বোমা তৈরির উপাদান আসে পাশের দেশ থেকে। কাঁচামালের সহজপ্রাপ্যতা থাকায় তা দিয়ে সীমান্ত এলাকায় এসব বিস্ফোরক তৈরি করা হয়। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব ককটেল ও পেট্রোল বোমা তৈরি করে রাজশাহী হয়ে সারাদেশে পাচার করা হচ্ছিল।
উদ্ধার ককটেল ও পেট্রোল বোমা শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।
চাঁপাইবার্তা/এসটি।।