নিমতলা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ০১৭১৫-৯৭৫০৮৫

চাঁপাইনবাবগঞ্জে গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ - ২:০৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লায় নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নুল বারি বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে দুর্গন্ধ পেয়ে পুলিশকে স্থানীয়রা খবর দেন। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে ময়নুল বারির বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বাড়িতে তিনি একাই থাকতেন। কীভাবে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁপাইবার্তা/আই।।

প্রতি মূহুর্তের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন: Chapaibarta.com | https://facebook.com/chapaibarta24

Proudly Developed by © Soft Cloud