রাজশাহীতে গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত
রাজশাহীতে গণপিটুনির পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মচারী আব্দুল্লাহ আল মাসুদ নিহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেদিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ছাত্রলীগের সাবেক এই নেতাকে রাজশাহীর দিনাজপুর এলাকা থেকে খুঁজে বের করে ছাত্ররা। পরে সেখানই গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানা পুলিশের কাছে দেয়। সেখান থেকে তাকে বোয়ালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহী বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ।
চাঁপাইবার্তা/যেটি।।