দুর্গাপূজায় বিএনপি নেত্রী শুচির শুভেচ্ছা
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি।
শুক্রবার সবার কল্যাণ কামনা করে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।
তিনি আরও বলেন, দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই উপমহাদেশে এ উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। যেকোনও ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলনের সূচনা করে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ।
তিনি বলেন, ধর্মীয় উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে। দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। এটি শাশ্বত সর্বজনীন উৎসব।
চাঁপাইবার্তা/প্রেসনোট।।