চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার দুপুরে জেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। প্রথমে পৌরশহরের শিবতলা মোড়স্থ চরজোতপ্রতাপ ঠাকুরানি দুর্গা মন্দির পরিদর্শনে যান মনোজ কুমার। পরে সদর উপজেলার বারোঘরিয়া বাইশ পুতুল দুর্গা মন্দির ও পৌর শহরের ওয়ালটন মোড়স্থ সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুরবাড়ি মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিশ্ব মানবতার শান্তি চেয়ে প্রার্থনা করেন সহকারী হাইকমিশনার।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পরিচালক আখতারুজ্জামান রিমন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ, চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুরানি মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দীসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।
চাঁপাইবার্তা/এসটি।।