চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচন, আব্দুল ওয়াহেদ প্যানেলের জোর প্রচারণা
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
আগামী ২৩ নভেম্বর এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে। নির্বাচন উপলক্ষে রবিবার বিকেলে চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেলের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা থেকে বটতলা হাট এলাকায় প্রার্থীরা গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক খাইরুল ইসলাম, পরিচালক আব্দুল আওয়াল, মফিজ উদ্দিন, শহিদুল ইসলাম শহিদ, বাহরাম আলী, শুকুরউদ্দিন, মনিরুল ইসলাম জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক নুর আমিন, দেলোয়ার হোসেন প্রমূখ।
চাঁপাইবার্তা/এম।।