চাঁপাইনবাবগঞ্জবাসীকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শুচির ঈদ শুভেচ্ছা

সবাইকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, গণমানুষের নেত্রী, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজ হক শুচি। তিনি চাঁপাইনবাবগঞ্জবাসীকে আন্তরিক এ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
শুচি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক- আজকের দিনে আমি মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আগামী দিনগুলো সত্য ও সুন্দর হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
একইসাথে তিনি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রেসনোট।।