চাঁপাইনবাবগঞ্জে বাবার সম্পত্তি ছেলেরা লিখে নেয়ায় লাশ দাফনে বাধা স্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে ছেলেরা বাবার সম্পত্তি লিখে নেয়ায় লাশ দাফনে স্ত্রী-স্বজনদের বাধা দেয়ার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে স্ত্রী ও তার আত্মিয়-স্বজনরা আটকে দেন মৃত স্বামীর লাশ দাফন। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিসে বসেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। এরপর সোমবার বিকেল পর্যন্ত কাফনে মোড়ানো অবস্থায় ফ্রিজিং ভ্যানে পড়ে ছিল মাজেদ বিশ্বাসের নিথর দেহ। পরে সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করার পর লাশ দাফন হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের মাজেদ বিশ্বাস। রাতে যখন তাঁর নিথর দেহ গ্রামে ফিরিয়ে আনা হয় তখনই বাধে বিপত্তি। স্ত্রী হানফু খাতুন ও আত্মিয়-স্বজনরা জানিয়ে দেন সম্পত্তি নিয়ে অন্যায় হওয়ায় তারা লাশ দাফনে অনুমতি দেবেন না।

জানা যায়, মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর হানফু খাতুনকে বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের সংসারে কোনো সন্তান না থাকায় প্রথম পক্ষের সন্তানরা সম্পত্তি নিজেদের নামে লিখে নেন। অভিযোগ রয়েছে, মৃত্যুর ছয় মাস আগে অসুস্থ অবস্থায় মাজেদ বিশ্বাসকে চিকিৎসার অজুহাতে বাড়ি থেকে সরিয়ে নিয়ে সম্পত্তি লিখে নেয় দুই ছেলে লতিফুর রহমান ও আব্দুল জাব্বার। এরপর হানফু খাতুনকে তালাকের নোটিশ পাঠানো হয়, যা তিনি গ্রহণ করেননি। এনিয়ে হানফু খাতুন স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫ মে গ্রাম্য শলিসের তারিখ নির্ধারণ হয়। এরমধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাজেদ বিশ্বাস।

এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সেলিম রেজা ও আব্দুল কাদের জানান, সম্পত্তি আত্মসাতের অভিযোগের কারণেই দাফন কার্য আটকে আছে। এলাকাবাসী দ্রুত সুষ্ঠু সমাধান ও মরদেহের সম্মানজনক দাফন চেয়েছেন।

হানফু খাতুন ও তার আত্মীয়রা অভিযোগ করেন, অসুস্থ অবস্থায় চাপ দিয়ে তালাক আদায় করা হয়েছে এবং সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করা হোক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে মীমাংসা করে আগামীকাল উভয়পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করে তারপর লাশ দাফন করা হবে।

চাঁপাইবার্তা/এম।।