চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মিলন বাবু (২৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলো। দণ্ডিত মিলন বাবু শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের যুক্তরাধাকান্তপুর-বহলাবাড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ৩১ ডিসেম্বর র্যাবের অভিযানে শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া বোলতলা মোড়ে ৯৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় মিলন। ঘটনায় পরদিন ২০২১ সালের ১ জানুয়ারী শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের উপ-পরিদর্শক হাফিজুর রহমান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই জুয়েল ইসলাম তদন্ত শেষে মিলনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ জানুয়ারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
চাঁপাইবার্তা/এস।।