স্মারকলিপি প্রদান করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ট্রেনের রুট বর্ধিত করতে স্মারকলিপি জমা

ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত সরাসরি ট্রেন যোগাযোগ বৃদ্ধির দাবীতে রেল উপদেষ্টা, রেল সচিব ও মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

মজ্ঞলবার (২৯ এপ্রিল) এ স্মারকলিপি প্রদান করেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, সময় উপস্থিত ছিলেন রাজউকের চিফ ইঞ্জিনিয়ার ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম এবং মানবাধিকার কর্মী রবিউল ইসলাম প্রমূখ।

স্মারকলিপি প্রদানের বিষয়ে অ্যাডভোকেট দেলওয়ার বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে 'ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ' পর্যন্ত সরাসরি ট্রেন সংযোগ বৃদ্ধি দাবী রেল উপদেষ্টা, রেল সচিব ও মহাপরিচালকের নিকট পেশ করেছি। ঢাকা থেকে মোট ৫টা ট্রেন রাজশাহীতে যায়, যা ইন্টারসিটি। তার মধ্যে বনলতা শুধু চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। আমরা চাচ্ছি রাজশাহীগামী ট্রেন ধুমকেতু, সিল্কসিটি, পদ্মা ও মধুমতি ট্রেনও যেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়।

তিনি আরও বলেন, প্রতিদিন যে ট্রেনগুলো রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় তার প্রতিটি ট্রেনে প্রায় এক হাজার থেকে দেড় হাজার যাত্রী থাকে চাঁপাইনবাবগঞ্জের। যাদের রাজশাহীতে নেমে গিয়ে বিভিন্নভাবে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাতে হয়। রাতের সময় যাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন সময়ে সড়ক দূর্ঘটনা কিংবা ছিনতাইকারীর কবলে পড়েন। সেজন্য, বনলতার পাশাপাশি অন্যান্য ট্রেনগুলো যেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায় সেই দাবীতে রেল উপদেষ্টা, সচিব ও মহাপরিচালক বরাবর আমাদের স্মারকলিপি জমা দিয়ে দিয়েছি।

তিনি বলেন, সামনে কোরবানির ঈদ আসছে। ঈদে এই সমস্যাগুলো আরও প্রকট আকার ধারণ করে। এজন্য ঈদের আগেই আমরা ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনগুলোকে যেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয় তার জোর দাবী জানিয়েছি।

অ্যাডভোকেট দেলওয়ার আরও বলেন, উনারা মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। তবে, যদি সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এই ট্রেনগুলো দেয়া সম্ভব না হয় তবে কানেক্টিং ট্রেন দেওয়ার ব্যাপারে তাঁরা চেষ্টা করবেন বলেও জানিয়েছেন।

চাঁপাইবার্তা/এম।।