নাচোলে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিশিষ্ট সমাজসেবক, গণমানুষের নেত্রী, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মাসউদা আফরোজ হক শুচির অর্থায়নে নাচোলের মুন্সী হজরত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক। আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তরিকুল ইসলাম তারিক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের সভাপতি ইউসুফ রাজা প্রমূখ। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এরআগে ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি জানান।

চাঁপাইবার্তা/এম।।